Bengali | Edited by Indrani Halder | Wednesday April 1, 2020
ভোজনরসিক বাঙালির শেষপাতে মিষ্টি ছাড়া যেন খাওয়াটা ঠিক জমে না। সেই কথা মনে রেখেই চলতি লকডাউন ( Kolkata Lockdown) পর্বের মধ্যেই প্রতিদিন দুপুর ১২ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মিষ্টির দোকান (Bengal Sweet Shop) খুলে রাখার অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal) সরকার। আর সেই কথা কানে যেতেই, ৮ থেকে ৮০, কলকাতার পেটুক বাঙালিরা মিষ্টি কিনতে ছুটলেন দোকানে। ফল যা হওয়ার তাই, করোনা সংক্রমণের (Coronavirus) ঝুঁকি বাড়িয়ে মিষ্টির দোকানগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেল। কিছু কিছু দোকান অবশ্য স্বাস্থ্য সুরক্ষায় জোর দিয়েছে।
www.ndtv.com/bengali