Bengali | Edited by Indrani Halder | Saturday March 14, 2020
গোটা দেশ যখন করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে ঠিক সেই সময় মারণ আতঙ্ককে আরও দ্বিগুণ করে রাজ্যে হানা দিল সোয়াইন ফ্লু। জানা গেছে, পশ্চিমবঙ্গে (West Bengal) ওই জ্বরে আক্রান্ত ২ শিশু সহ কমপক্ষে ১৩ জন। রাজ্যের এক শীর্ষ চিকিৎসা আধিকারিক জানিয়েছেন, মণিপুরের এক মহিলা এবং দুই শিশুর শরীরে প্রথমে সোয়াইন ফ্লু ধরা পড়ে, তাঁদের দক্ষিণ কলকাতার (Kolkata) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। এছাড়াও ওই মারাত্মক জ্বরে (Swine Flu) আক্রান্ত হয়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন হুগলি জেলার বছর দশেক বয়সের এক কিশোরী। ওড়িশা থেকে এ রাজ্যে আসা২৩ মাস বয়সী একটি শিশুও আক্রান্ত সোয়াইন ফ্লুতে।
www.ndtv.com/bengali