Bengali | Edited by Indrani Halder | Saturday April 18, 2020
ভারতের আকাশে এখন করোনার অন্ধকার (Coronavirus Pandemic)। COVID- 19 এর সঙ্গে যুঝতে টানা লকডাউনের পথে হেঁটেছে দেশ। সমস্ত উৎপাদন বন্ধ থাকার ফলে দেশীয় অর্থনৈতিক পরিস্থিতি ধুঁকছে। আর এই ভয়ঙ্কর যুদ্ধের সময় ভারতের পাশে দাঁড়াল সুইজারল্যান্ড। ভয়ঙ্কর এই লড়াইয়ে একা নেই ভারত, একথা মনে করিয়ে দিতে আল্পস (Swiss Alps) পর্বতমালার ম্যাটারহর্ন শৃঙ্গকে (Matterhorn Mountain) সাজানো হল ভারতের ত্রিবর্ণ পতাকায়। করোনা ভাইরাস, আক্রমণ ছড়িয়েছে গোটা বিশ্বেই। দেড় লক্ষেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। দুনিয়া জুড়ে প্রায় ২.২ মিলিয়ন মানুষ আক্রান্ত ওই মারণ ভাইরাসে।
www.ndtv.com/bengali