Bengali | Edited by Biswadip Dey | Sunday January 12, 2020
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) কলকাতা পোর্ট ট্রাস্টের (Calcutta Port Trust) নতুন নামকরণ করলেন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (Dr Syama Prasad Mookerjee Port)। বিজেপির পূর্বসূরি ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Syama Prasad Mookerjee)। "কলকাতা বন্দরের নামকরণ হবে ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট, তিনি ভারতের শিল্পায়নের জনক ছিলেন। চিত্তরঞ্জন লোকোমোটিভ ফ্যাক্টরি, সিন্দরি সার কারখানা এবং দামোদর ভ্যালি কর্পোরেশন, হিন্দুস্তান এয়ারক্রাফট ফ্যাক্টরির মতো অনেক বড় প্রকল্পের বিকাশে বাংলার পুত্রসন্তান ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির খুব বড় ভূমিকা ছিল," বলেন প্রধানমন্ত্রী।
www.ndtv.com/bengali