Bengali | Edited by Indrani Halder | Monday January 13, 2020
যতই কলকাতা বন্দরের নতুন নামকরণ করা হোক না কেন তাতে সেখানকার কাজের ক্ষেত্রে বা কাজের ফলাফলের ক্ষেত্রেও কোনও প্রভাব পড়বে না বলে কটাক্ষ করলেন বামেরা (CPM)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা বন্দরের সার্ধশতবর্ষের অনুষ্ঠানে ঘোষণা করেন যে, ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Syama Prasad Mookerjee) নামে নয়া নামকরণ করা হবে ওই বন্দরের (Kolkata Port)। তারপরেই কলকাতা বন্দরের নয়া নামকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সিপিআই (এম)।
www.ndtv.com/bengali