Bengali | Edited by Indrani Halder | Thursday April 9, 2020
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, শুধু ভারতই নয়, এই মারণ রোগে আক্রান্ত গোটা বিশ্ব। করোনার হাত থেকে রেহাই মেলেনি প্রতিবেশী দেশ পাকিস্তানেরও। সেদেশেও (Pakistan) লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর ভারতে যেমন এই সংক্রমণের হার দ্রুততর করেছে করোনা আক্রান্ত তাবলিগি জামাত সদস্যরা (Tablighi Jamaat), ঠিক তেমনই প্রতিবেশী দেশটিতেও একই চিত্র। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সরকারের নিষেধ সত্ত্বেও তা অমান্য করে বিরাট ধর্মীয় সমাবেশের আয়োজন করে তাবলিগি জামাত। ওই সমাবেশে যোগ দেন প্রায় আড়াই লক্ষ মানুষ, তাঁদের মধ্যে ৩ হাজার বিদেশিও ছিলেন বলে জানা গেছে।
www.ndtv.com/bengali