Bengali | Edited by Biren Bhattacharya | Thursday February 27, 2020
আম আদমি পার্টি (Aam Admi Prty) নেতা তাহির হুসেন (Tahir Hussain) এবং অন্যান্য অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুন, অগ্নিসংযোগ এবং সংঘর্ষের অভিযোগ দায়ের করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। তাঁর বিরুদ্ধে আইবি কর্মী অঙ্কিত শর্মার খুনের ঘটনাতেও জড়িত থাকার অভিযোগ উঠেছে। উত্তর পূর্ব দিল্লিতে (North East Delhi) নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে ছড়িয়ে পড়া হিংসার বলি হন আইবি কর্মী অঙ্কিত শর্মা।
www.ndtv.com/bengali