Bengali | Edited by Biswadip Dey | Tuesday January 21, 2020
ভারতের ইতিহাস নিয়ে সইফ আলি খানের (Saif Ali Khan) মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে আক্রমণ করলেন বিজেপির মুখপাত্র মীনাক্ষী লেখি (Meenakshi Lekhi)। সইফ-পুত্র তৈমুরের (Taimur) নামকরণকে কেন্দ্র করেই কটাক্ষ করেন তিনি। সইফ অভিনীত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘তানাজি' নিয়ে বলতে গিয়ে অভিনেতা জানান, তাঁর ধারণা, এটা দেশের প্রকৃত ইতিহাস নয়। তারপর আরও একধাপ সুর চড়িয়ে তিনি বলেন, "আমার মনে হয় না এটা ইতিহাস। আমার মনে হয় না ব্রিটিশ রাজত্বের আগে ভারতের কোনও অস্তিত্ব ছিল!" এই প্রসঙ্গেই মীনাক্ষী লেখি কড়া মন্তব্য করলেন। তিনি টুইট করে লেখেন, ‘‘এমনকী তুর্কিরাও মনে করত তৈমুর নিষ্ঠুর। কিন্তু কোনও কোনও মানুষ নিজেদের সন্তানের নাম রাখেন তৈমুর।''
www.ndtv.com/bengali