Bengali | Edited by Indrani Halder | Saturday October 12, 2019
একটি নিখুঁত ছুটির সময় উপভোগ করতে হলে শুধু যে কীভাবে সেখানে যাবেন তাই খেয়াল রাখলে হয় না, খেয়াল রাখতে হয় এটাও যে বেড়াতে গিয়ে কোথায় থাকবেন। কেননা ভাল হোটেলে থাকলে আপনার বেড়ানোর আনন্দ আরও দশগুণ বেড়ে যেতে পারে। কনডে নাস্ট ট্র্যাভেলার সম্প্রতি তাঁদের পাঠকদের পছন্দ অনুযায়ী বিশ্বের সেরা হোটেলগুলির (Best hotels in the world) মধ্যে থেকে ১৭টি হোটেলের নাম ঘোষণা করেছে। সেই তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের ৩টি হোটেল। বিশ্বের সেরা হোটেলগুলির তালিকায় ৩ নম্বরে রয়েছে উদয়পুরের তাজ লেক প্যালেস (Taj Lake Palace)। এরপর হোটেল তালিকার ৭ নম্বরে স্থান পেয়েছে রামবাগ প্যালেস (Rambagh Palace) এবং ১১ নম্বরে রয়েছে রামবাগ প্যালেস (Alila Fort Bishangarh), এই দুই হোটেলই অবশ্য জয়পুরে অবস্থিত।
www.ndtv.com/bengali