Bengali | Edited by Indrani Halder | Monday October 14, 2019
কলকাতার ব্যস্ততম টালা ব্রিজে (Tallah bridge closure) বর্তমানে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ঘোষণা হওয়ায় বাস পরিষেবায় অত্যন্ত সমস্যা হচ্ছে এবং ঘুরপথে বাস চালাতে হওয়ায় বাসের পরিচালন সংস্থাগুলির ব্যাপক লোকসান হচ্ছে, এমন কথা জানিয়ে রবিবার শহরের ৯টি বাস রুটের অপারেটররা পরিষেবা বন্ধের হুমকি দিলেন। রবিবার উত্তরের উপকণ্ঠ থেকে শহরের উত্তর ও মধ্য অংশে যাতায়াতকারী ওই বাস রুটগুলির পরিচালন সংস্থা আগামী সপ্তাহ থেকেই পরিষেবা বন্ধের হুমকি দিয়েছে। এর আগে ২৮ সেপ্টেম্বর বি টি রোডের উপর নির্মিত পাঁচ দশকেরও বেশি পুরনো টালা ব্রিজের (Tallah bridge) উপর দিয়ে ভারী পণ্যবাহী যানবাহন ও বাস চলাচল বন্ধ করার পরামর্শ দেয় এক বিশেষজ্ঞ কমিটি।
www.ndtv.com/bengali