Bengali | Press Trust of India | Sunday July 21, 2019
বিতর্কিত বাংলাদেশি সাহিত্যিক তসলিমা নাসরিনের (Taslima Nasreen) ভারতে থাকার অনুমতি এক বছর বাড়ানো হল। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Ministry) তরফে একথা জানানো হয়। সুইডেনের নাগরিক তসলিমা ২০০৪ সাল থেকে টানা এদেশে বসবাসের অনুমতি পাচ্ছেন। সংবাদ সংস্থা পিটিআইকে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, তসমিলার ভারতে বসবাসের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২০ সালের জুলাই পর্যন্ত করে দেওয়া হয়েছে। ৫৬ বছরের লেখিকার এদেশে বসবাসের মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছিল গত সপ্তাহে। তখনই তিনি টুইট করে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে অনুরোধ করেন মেয়াদ এক বছরের জন্য বাড়াতে।
www.ndtv.com/bengali