Bengali | Edited by Indrani Halder | Friday February 14, 2020
হাজার হাজার কোটি টাকার বকেয়া অর্থ পরিশোধ না করায় টেলি সংস্থাগুলিকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। এর আগে সমস্ত বকেয়া ৩ মাসের মধ্যে মেটানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত, কিন্তু সেই নির্দেশ কেন এখনও মানা হয়নি সে বিষয়ে জানতে টেলি সংস্থাগুলির কর্তাদেরও তলব করল আদালত। পাশাপাশি পাওনা আদায় করতে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় কেন্দ্রীয় সরকারকেও তিরস্কার করল শীর্ষ আদালত। "আপনারা যদি কঠোর ব্যবস্থা না নিতে চান তাহলে আমরাও কঠোর আদেশ দিতে চাই না। তেমন হলে তো সরকারের তরফ থেকে বকেয়া আদায়ের বিষয়ে এই আবেদনটি দায়ের করাই উচিত ছিল না। দেশে কোনও আইন নেই? আমরা অত্যন্ত ব্যথিত। আমার মনে হয় আদালতের এ বিষয়ে কাজ করাই উচিত নয়", ভোডাফোন আইডিয়া (Vodafone Idea), ভারতী এয়ারটেল (Bharti Airtel) এবং টাটা টেলিসার্ভিসেসের (Tata Teleservices) দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার এ কথা বলে বিচারপতি অরুণ মিশ্র, এস আবদুল নাজির এবং এম আর শাহের বেঞ্চ (Supreme Court)।
www.ndtv.com/bengali