Bengali | Edited by Anindita Sanyal | Sunday April 14, 2019
Lok Sabha Elections 2019: লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2019) প্রথম দফার ভোট মেটার পরই বিরোধী দল গুলি নতুন করে ইভিএমের (EVM) স্বচ্ছতা (Transparency ) নিয়ে প্রশ্ন তলল । ২০ টিরও বেশি দলের দাবি ৫০ শতাংশ ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মিলিয়ে দেখতে হবে। নির্বাচন পক্রিয়া (Election Process) শুরুর আগেই ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতারা । এবার প্রথম দফার ভোট গ্রহণের (First Phase polling) পরও একই দাবি করল বিরোধীরা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান (TDP Chief) চন্দ্রবাবু নায়ডু সাংবাদিকদের বলেছেন, "আমাদের মনে ইভিএম নিয়ে প্রশ্ন আছে। ভিভিপ্যাট এবং ইভিএম যদি মিলিয়ে দেখা না হয় তাহলে ভোটারদের মধ্যে ইভিএম সম্পর্কে আস্থা তৈরি করা যাবে না। জার্মানির মতো দেশ ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ইভিএম ব্যবহার করেছিল। কিন্তু এখন আবার কাগজের ব্যালটেই ফিরে গিয়েছে জার্মানি। নেদারল্যান্ডস ১৯৯০ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইভিএম ব্যবহার করেছে। এখন তারাও পেপার ব্যালট ব্যবহার করছে। একই ভাবে আয়ারল্যান্ডও ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ইভিএম ব্যবহার করার পর অবস্থান পরিবর্তন করে"।
www.ndtv.com/bengali