Bengali | Edited by Indrani Halder | Tuesday December 3, 2019
দেখতে দেখতে ১৯ দিন হয়ে গেল, এখনও বেতন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের অনশনে বসে রয়েছেন রাজ্যের (West Bengal) পার্শ্ব-শিক্ষকরা। কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা তো দূর অস্ত, এবার তাঁদের শো-কজ নোটিস দিল রাজ্য সরকার। ফলে প্রতিবাদ বিক্ষোভ তথা অনশনের কারণে যাঁরা ক্লাস নেননি তাঁদের এবার কারণ দর্শাতে (Show-cause notices) হবে। একটি বিজ্ঞপ্তিতে ''পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন''-এর রাজ্য প্রকল্পের পরিচালক শুভাঞ্জন দাস বলেন, ১১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত তাঁরা যে কাজ বন্ধ রেখে আন্দোলন করছেন, সেই বিষয়ে তাঁদের কর্মক্ষেত্রে অনুপস্থিতির কারণ দর্শানোর কথা বলেছে সরকার। আন্দোলনকারী শিক্ষকদের (Para-Teacher) কাছ থেকে আগামী ১০দিনের মধ্যে এই বিষয়ে জবাব চেয়েছেন তিনি।
www.ndtv.com/bengali