Bengali | Press Trust of India | Tuesday June 11, 2019
ভারত (India) থেকে ইন্টার্নশিপ (Intern) করতে আমেরিকায় (US) যাওয়া এক ছাত্রকে ৬০ মাসের জন্য জেলে পাঠানো হল। ২১ বছরের বিশ্বজিৎ কুমার ঝায়ের বিরুদ্ধে অভিযোগ, সে একটি টেলিমার্কেটিং প্রতারণা সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা করেছিল। প্রায় দু' ডজন ব্যক্তিকে এক মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে হয়েছে তার ফলে। বিশ্বজিৎ ও আরও কয়েকজন ছাত্র ভারতের একই কলেজ থেকে মার্কিন প্রদেশে আতিথেয়তা শিল্পের শিক্ষানবিশ হিসেবে এসেছিল। সোমবার ন্যায় বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু ব্যক্তির অবসরোত্তর সঞ্চয়ের অর্থ প্রতারণার মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের বয়স ৫৮ থেকে ৯৩-এর মধ্যে। ১
www.ndtv.com/bengali