Bengali | Edited by Indrani Halder | Sunday November 24, 2019
ফের কুঁড়িতেই ঝরে গেল একটি প্রাণ। শনিবার কলকাতার (Kolkata) টালিগঞ্জ অঞ্চলের একটি পুকুরে ঝাঁপ দিয়ে নিজের জীবনে দাঁড়ি টেনে দিল ১৬ বছরের এক কিশোরী। কিন্তু যখন জীবনের উজ্জ্বল রোদে হাঁটার কথা ছিল তাঁর, সেই সময় কেন যে নিজের জীবন এভাবে অসময়ে শেষ (Teen Suicide) করে দিল ওই মেয়েটি তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। যদিও পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে যে আত্মহত্যাই (Suicide) করেছে ওই কিশোরী।
www.ndtv.com/bengali