Bengali | Edited by Indrani Halder | Wednesday April 8, 2020
যাকে বলে খেলতে-খেলতে মৃত্যু, ঠিক এমন দুর্ভাগ্যজনক মৃত্যুই হল নদিয়ার (West Bengal) এক কিশোরের। বর্তমানে রাজ্য তথা গোটা দেশ জুড়ে লকডাউন (Lockdown) চলছে। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ এড়াতেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারি তরফে। কিন্তু এই লকডাউন উপেক্ষা করেই প্রতিদিন মাঠে যেত ওই কিশোর ও তাঁর বন্ধুরা। একজায়গায় জটলা পাকিয়ে মোবাইলে গেম খেলতো তাঁরা।
www.ndtv.com/bengali