Bengali | Press Trust of India | Tuesday July 2, 2019
মুখ্যমন্ত্রী বলেন, “তিস্তার জলবণ্টন মেনে না নেওয়ায় তারা দুঃখ পেয়েছে...আমার ক্ষমতা থাকলে, নিশ্চিতভাবেই আমি তাদের সঙ্গে তিস্তার জল বণ্টন মেনে নিতাম ...আমার কোনও সমস্যা নেই...বাংলাদেশ আমাদের বন্ধু...এ নিয়ে কোনও সন্দেহ নেই”। পদ্মাপারের দেশের সঙ্গে তিস্তার জলবণ্টন চুক্তি(Teesta water-sharing deal) নিয়ে এপার বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, “মুখ্যমন্ত্রী থাকাকালীন, বাংলাদেশের সঙ্গে জলবণ্টন চুক্তি করেছিলেন জ্যোতি বসু”।
www.ndtv.com/bengali