Bengali | Reported by Parimal Kumar, Edited by Biswadip Dey | Thursday October 10, 2019
তেজস (Tejas) ট্রেনের পরে এবার ১৫০টি ট্রেন (Train) ও ৫০টি স্টেশনকে বেসরকারিকরণ (Privatization) করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। রেলমন্ত্রী ও নীতি আয়োগের মুখ্য কার্যকরী আধিকারিক অমিতাভ কান্তর মধ্যে এই বিষয়ে আলোচনা হওয়ার পরে রেলমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অমিতাভ কান্ত রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভিকি যাদবকে চিঠি লিখে একথা জানান। ঠিক হয়েছে, প্রথম স্তরে ১৫০টি ট্রেনের পরিচালনার দায়িত্ব বেসরকারি সংস্থাকে দেওয়া হবে। ওই চিঠিতে অমিতাভ কান্ত লেখেন, ৪০০টি রেলস্টেশনকে বেছে তাকে বিশ্বমানের করে তোলার পরিকল্পনা নেওয়া হলেও তা বেশ কয়েক বছরেও বাস্তবায়িত করা যায়নি। কেবল কয়েকটি ক্ষেত্রেই করা সম্ভব হয়েছে। তবে সেখানে এপিসি মোডে কাজ হয়েছে।
www.ndtv.com/bengali