Bengali | Reported by Purva Chitnis, Edited by Biswadip Dey | Monday December 30, 2019
সোমবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এনসিপি নেতা অজিত পাওয়ার। সূত্রানুসারে তেমনটাই জানা যাচ্ছে। এদিন মন্ত্রিসভা সম্প্রসারিত হবে বলেও জানা যাচ্ছে। বর্তমানে মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সহ মোট ছ'জন সদস্য রয়েছেন। মাসখানেক আগে মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবিশের বিজেপি সরকারে যোগ দিয়েছিলেন অজিত পাওয়ার। ৮০ ঘণ্টা মেয়াদের সেই সরকারেও উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। পরে আস্থা ভোটের আগে সেই সরকার ভেঙে যায়। পদত্যাগ করেন অজিত। এবার আবারও তিনি ফিরতে চলেছেন উপমুখ্যমন্ত্রীর পদে। তবে এবার পুরনো দল এনসিপির সদস্য হিসেবে। গত সপ্তাহেই অজিত পাওয়ারের বিষয়ে সিদ্ধান্ত পাকা হয় শিবসেনার উদ্ধব ঠাকরে ও এনসিপির শরদ পাওয়ারের বৈঠকের পর। প্রসঙ্গত, এনসিপি প্রধান শরদ পাওয়ারের ভাইপো অজিত। বৈঠকে সরকারের তৃতীয় জোটসঙ্গী কংগ্রেস উপস্থিত না থাকলেও বিষয়টি সম্পর্কে অবগত ছিল তারা। সব মিলিয়ে ৩৬ জন মন্ত্রী এদিন শপথ নিতে পারেন। সূত্রানুসারে, এঁদের মধ্যে ১০ জন কংগ্রেসের। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভায় মোট আসনসংখ্যা ৪২।
www.ndtv.com/bengali