Bengali | Edited by Shylaja Varma | Wednesday June 19, 2019
সোমবার রাতে কলকাতার মডেল-অভিনেত্রী ঊষশী সেনগুপ্ত, তাঁর বন্ধু ও এক উবের চালককে তাড়া করা ও হেনস্তা করার অভিযোগে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। ২০১০ সালে মিস ইন্ডিয়া উষশী ঘটনার বিবরণ লিখে ফেসবুকে পোস্ট করেছেন। সেই সঙ্গে তাঁর মোবাইল ফোনে তোলা একটি ভিডিও-ও শেয়ার করেছেন তিনি।
www.ndtv.com/bengali