Bengali | Reported by Renaissance Chakraborty, Written by Renaissance Chakraborty | Thursday October 24, 2019
বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত আর তাই আগামী দুদিন কলকাতায়(Kolkata Weather Update) বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে মাঝেমাঝেই, জানাল আবহাওয়া দফতর। আজ সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। রাত থেকেই বৃষ্টিও শুরু হয়েছে। কখনও বিক্ষিপ্ত কখনও জোড়ে বৃষ্টি পড়ছে। নিম্নচাপ ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরের ওপর, তার ফলেই আকাশ মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি চলবে। ভারী বৃষ্টিও হতে পারে মাঝে মাঝেই, জানিয়েছে হাওয়া অফিস। আগামী দুদিন ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে কলকাতায়। শুধু কলকাতা নয় রাজ্যের সমস্ত জেলাতেও বৃষ্টি সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহেও ভিজেছিল কলকাতা(Kolkata Weather Update) , বৃষ্টি হয়েছিল । কোথাও ছিটেফোঁটা কোথাও আবার সামান্য একটু বেশি। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে কালীপুজোর দিন আবহাওয়ার উন্নতি হবে,মেঘ কেটে গিয়ে অবস্থার উন্নতি হবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে তার ফলেই এই বৃষ্টি এবং এই বৃষ্টি ক্রমেই বাড়াবে ।
www.ndtv.com/bengali