Bengali | Monideepa Banerjee | Sunday March 24, 2019
রুজিরার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে তা প্রমাণিত হলে তাঁকে দু’ বছরের জন্য জেলে যেতে হতে পারে। হতে পারে বড় অঙ্কের জরিমানাও। এফআইআরে বলা হয়েছে রুজিরা এবং ওই মহিলা আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তাছাড়া হুমকিও দিয়েছেন।
www.ndtv.com/bengali