Bengali | Edited by Indrani Halder | Tuesday March 24, 2020
এক বছরের জন্যে স্থগিত করে দিতে হবে টোকিও অলিম্পিক, সেটাই অনিবার্য, বললেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) কর্মকর্তা ডিক পাউন্ড। গোটা বিশ্বে যেভাবে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ মহামারী রূপে দেখা দিয়েছে, তার জেরেই শেষপর্যন্ত অলিম্পিক স্থগিতের পথেই হাঁটতে হচ্ছে আইওসিকে (International Olympic Committee)। যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে রবিবার জানানো হয় যে ২৪ জুলাই-৯ অগাস্ট পর্যন্ত পূর্ব ঘোষিত অলিম্পিকের (Tokyo Olympics 2020) ভাগ্য নিয়ে পরবর্তী ঘোষণা করার আগে আরও চার সপ্তাহ অপেক্ষা করতে চায় তাঁরা। এরই মধ্যে অলিম্পিক স্থগিতেরই ইঙ্গিত দিলেন ডিক পাউন্ড। তিনি বলেন, "আইওসি-র ভাবনা নিয়ে আমার ব্যাখ্যা হ'ল যে তারা অলিম্পিক বাতিল করতে চান না এবং তারা এখনও ভাবছেন যে তারা ২৪ জুলাই থেকে এই প্রতিযোগিতা চালাতে পারবেন। কিন্তু এটা এমন কোনও পরিস্থিতি নয় যে ২৪ জুলাইয়ের মধ্যে সব ঠিক হয়ে যাবে"। "সুতরাং আপনি 'পি' অর্থাৎ আপাতত সেটি স্থগিতের সম্ভাবনার কথাই ভেবে রাখুন", এমনই কথা বলেন ওই অলিম্পিক কর্তা।
www.ndtv.com/bengali