Bengali | Edited by Renaissance Chakraborty | Thursday October 3, 2019
পুজোর এই চার পাঁচটা দিন কলকাতা বা বাইরে থেকে যারা আসবেন, প্রতিমা দর্শন তো করবেন, কিন্তু কোথায় কিভাবে যাবেন,তারই কিছু খবর NDTV বাংলায় জানাল লালবাজার ট্রাফিক কন্ট্রোল।
১.যারা শহরে আছেন বা শিয়ালদা,হাওড়া থেকে শহরে আসছেন প্রতিমা দর্শনে তারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন।মেট্রো, বাস ব্যবহার করুন।
২.পুজো কমিটিগুলোকে বলা হয়েছে ক্রাউড সারকুলেশন প্ল্যান অর্থাৎ কোন রাস্তা দিয়ে ঢুকবেন বা বেরোবেন, ডিরেকশনাল বোর্ড দর্শকদের জন্য থাকবে সব জায়গায় পর্যাপ্ত থাকছে।
৩.কলকাতায় বিভিন্ন রাস্তায় ব্যারিকেশন করা আছে, মেইন রাস্তায় না হেঁটে ব্যারিকেশন দিয়ে হাঁটার পরামর্শ দিচ্ছে ট্রাফিক কন্ট্রোল রুম।
www.ndtv.com/bengali