Bengali | NDTV | Sunday May 13, 2018
এই মাসের প্রথমদিকে এনডিটিভি-র প্রাইম টাইম অনুষ্ঠানে রভীশ কুমার বিশেষ ভাবে ট্রেনের দেরীতে চলার বিষয়টির ওপর জোর দেন। ভারতীয় রেলওয়ের নিজেদের রিপোর্ট অনুযায়ী গত আর্থিক বছরে ট্রেন বিলম্বের বিষয়টি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানিয়েছেন। এই সংবাদের ওপর ভিত্তি করেই শনিবার 165 বছরের পুরানো এই প্রতিষ্ঠান বিষয়টি সম্বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
www.ndtv.com/bengali