Bengali | Indo-Asian News Service | Friday May 3, 2019
cyclone Fani: ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে সুপার সাইক্লোন ফণী(cyclone Fani)। তার দাপটে পর্যটদের অতিপ্রিয় এই জায়গা যেন ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। রাস্তায় আছড়ে পড়েছে একাধিক গাছ, গাছের ডাল। সামুদ্রিক এলাকায় পর্যটক ও মৎস্যজীবীদের যেতে নিষেধ করে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে প্রশাসনের তরফে লাগাতার প্রচার করা হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে ফেলা হয়েছে, খোলা হয়েছে হেল্পলাইন। এদিকে, রেলের আধিকারিকরা জানিয়েছেন, ফণীর মোকাবিলায় (Fani)সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ইমিতমধ্যেই ২২৩ টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। ভদ্রক-বিজয়নগরমের মধ্যে রেল পরিষেবা বাতিল করে দেওয়া হয়েছে। কলকাতা চেন্নাই শাখার উপকূলবর্তী এলাকা দিয়ে চলাচল করা এই রেল পরিষেবা ৪ মে পর্যন্ত বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।
www.ndtv.com/bengali