Bengali | Edited by Biren Bhattacharya | Monday August 12, 2019
দিল্লি-লাহোর বাস পরিষেবা (Delhi-Lahore Bus Service) বাতিল করা হল সোমবার। সরকারি পরিবহন দফতরের (Delhi Transport Corporation) এক আধিকারিক জানিয়ছেন, জম্মু কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহারের পর, বাস পরিষেবা চালাতে রাজি নয় পাকিস্তান। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে বাস পরিষেবা বাতিল করার কথা শনিবার জানিয়েছিলেন পাকিস্তানের এক মন্ত্রী। এদিন সকাল ৬টায় দিল্লি থেকে লাহোর রওনা হওয়ার কথা ছিল দিল্লি পরিবহন সংস্থার একটি বাসের। এক আধিকারিক জানিয়েছেন, পাকিস্তান বাস পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত নেওয়ায় বাসটি ছাড়েনি।
www.ndtv.com/bengali