Bengali | ANI | Thursday April 11, 2019
প্রায় তিন ঘণ্টা ধরে পাহাড়ে ট্রেক করে কোথাও কোথাও ভোটকেন্দ্রে পৌঁছাতে হয়েছে কর্মীদের। নেই পথ, নেই কোনও যানবাহন, ভরসা দু’পা! ঘণ্টা তিনেকের পথ পায়ে হেঁটে বক্সা ফোর্টের (Buxa Fort) তিনটি ভোটকেন্দ্রে বুধবার নির্বাচনকর্মীরা হাজির হয়েছেন।
www.ndtv.com/bengali