Bengali | Edited by Deepshikha Ghosh | Wednesday May 15, 2019
মঙ্গলবার বিজেপির পথসভায় হামলার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।তৃণমূলের কর্মীরই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে নোংরা রাজনীতি করতে বিজেপির ওপর দোষারোপ করছে বলে মন্তব্য করলেন তিনি। বাংলায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। পুরো বিষয়টি নিয়ে একে অপরের দিকে দোষারোপ শুরু করেছে তৃণমূল-বিজেপি। নির্বাচন কমিশনকে বিষয়টি জানানোর পাশাপাশি প্রতিবাদ কর্মসূচীরও পরিকল্পনা করেছে বিজেপি। নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে বিদ্যাসাগরের ছবি দিয়েছেন তৃণমূল নেতারা। উত্তরে বিদ্যাসাগরের ছবি ভাঙার বিষয়টিকে অত্যন্ত লজ্জার বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
www.ndtv.com/bengali