Bengali | Edited by Anindita Sanyal | Wednesday July 31, 2019
বিতর্কিত তাৎক্ষণিক তিন তালাক বিলটি পাশ হয়ে গেল রাজ্যসভায়। যদিও এদিন ওয়াকআউট ও অনুপস্থিতিও চোখে পড়ে। তাৎক্ষণিক তিন তালাক অর্থাৎ তিনবার “তালাক” শব্দ উচ্চারণের মধ্য দিয়ে স্ত্রীকে সঙ্গে সঙ্গে বিবাহ বিচ্ছেদ দেওয়ার প্রথায় দাঁড়ি টানতে আনা এই বিল। লোকসভায় বিলটি বিরোধীদের বাধার মুখে পড়ে। লোকসভায় তিন তালাক বিলটির বিরোধিতা করেছিল নীতিশ কুমারের জনতা দল ইউনাইডেট, এআইএডিএমকে, এবং কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি।
www.ndtv.com/bengali