Bengali | NDTV | Friday October 5, 2018
আমেরিকার হুমকি ও অসন্তুষ্টির মাঝে থেকেও ভারত S-400 প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে রাশিয়ার সাথে এস-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তিটি 'গুরুত্বপূর্ণ' বাণিজ্য চুক্তি হিসাবে বিবেচিত হবে। মার্কিন সরকার 'কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশন অ্যাক্ট’ (CAATSA) এর মাধ্যমে ইরান, উত্তর কোরিয়া এবং রাশিয়ার সাথে 'গুরুত্বপূর্ণ ব্যবসায়িক লেনদেন' করা আমেরিকার বিরোধীদের নিষিদ্ধ করতে পারে। আমেরিকা এই সতর্কতার পরও এই প্রতিরক্ষা ব্যবস্থাকে কিনে নিতে আগ্রহী।
www.ndtv.com/bengali