Bengali | Press Trust of India | Monday March 18, 2019
শনিবার বেলিয়াটোর থানার কাছাকাছি তেলঙ্গানা থেকে আসা ওই ট্রাকটিকে সিআইডি ও পুলিশ আটক করে। সিআইডির এক কর্মকর্তা জানান, “ওই ট্রাকে ইলেক্ট্রনিক ডিটোনেটরের ৬৫ টি বাক্স, জিলেটিনের ২৫০ টি প্যাকেট এবং ৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেটের মোট ২২৯ টি ব্যাগ ওই ট্রাকের মধ্যে থেকে আটক করা হয়েছে।"
www.ndtv.com/bengali