Bengali | Reported by Sunil Prabhu, Edited by Deepshikha Ghosh | Tuesday July 23, 2019
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কাশ্মীর সমস্যার সমাধানে “মধ্যস্থতা” করার অনুরোধ জানিয়েছেন। সেই দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে সংসদ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে জানান, তিনি সুনিশ্চিতভাবে সংসদকে আস্বস্ত” করছেন যে, মার্কিন প্রেসিডেন্টকে ভারতের প্রধানমন্ত্রীর তরফে এই ধরণের কোনও অনুরোধ জানানো হয়নি। সংসদের উভয়কক্ষেই বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রী বলেন, “আমি এটা রেকর্ডে তুলতে চাই...ভারতের প্রধানমন্ত্রীর তরফে, মার্কিন প্রেসিডেন্টকে এই ধরণের কোনও অনুরোধ জানানো হয়নি। পাকিস্তানের সঙ্গে সমস্ত ইস্যুই ভারত ও পাকিস্তান, দুপক্ষের মধ্যে থাকবে”।
www.ndtv.com/bengali