Bengali | Edited by Indrani Halder | Tuesday January 21, 2020
তথ্য জানার অধিকার আইনে "টুকরে-টুকরে গ্যাং" নিয়ে কোনও তথ্যই দিতে পারল না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁরা (Home Ministry) সম্প্রতি এক সমাজকর্মীর আরটিআইয়ের মাধ্যমে করা এক প্রশ্নের উত্তরে জানিয়েছে যে ওই ধরণের (Tukde-Tukde Gang) কিছু সম্পর্কে কোনও খবর তাঁদের কাছে নেই। অথচ সবচেয়ে আশ্চর্যের কথা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) গত কয়েক বছরে একাধিকবার এই শব্দটি ব্যবহার করেছেন। গত মাসে "টুকরে-টুকরে গ্যাং" সম্পর্কিত তথ্য জানতে চেয়ে আরটিআই করেন সংকেত গোখলে নামে এক ব্যক্তি, তারই জবাবে স্বরাষ্ট্রমন্ত্রক কী জানিয়েছে তাও টুইটে দিয়ে দেন তিনি (RTI Activist Sanket Gokhale)।
www.ndtv.com/bengali