Bengali | Agencies | Sunday October 7, 2018
আসলে বিদেশে পুজো সব সময় নির্ঘণ্ট মেনে হয় না। হয় ছুটির দিন দেখে। তবে কলকাতার সঙ্গে তাল রেখে হয় এমন পুজোর খোঁজ যে মিলবে না তা নয়। কিন্তু বেশির ভাগ পুজোই হবে শনি ও রবিবার দেখে। তাই পুজো হবে দশদিন ধরে। বিলেতে পুজোর এরকমই নানা খোঁজ দিতে ওয়েবসাইট তৈরি হয়েছিল আগেই। এবার তা আরও এক ধাপ এগিয়ে গেল। তৈরি হল ভিডিয়ো। এই ভিডিয়োটির মধ্যেই রয়েছে সব তত্ব। এখান থেকেই বিলেতের এদিক ওদিকে থাকা ভারতীয় তথা বাঙালিরা জানতে পারবেন বিলেতের কোন শহরে হচ্ছে পুজো।
www.ndtv.com/bengali