Bengali | Edited by Madhurima Dutta | Tuesday December 10, 2019
Shiv Sena on Citizenship (Amendment) Bill: শিবসেনা (Shiv Sena) মুখপত্র ‘Saamana'তে জোর গলায় জানিয়েছিল নাগরিকত্ব (সংশোধনী) বিল (Citizenship (Amendment) Bill) ভারতে হিন্দু মুসলিমে ‘অদৃশ্য বিভাজন' তৈরি করে দেবে! এমন কড়া সমালোচনা করার কয়েক ঘন্টা পরেই অবশ্য পালটে গেল দলের ভাবধারা! উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) নেতৃত্বে দল নিজের অবস্থন ১৮০ ডিগ্রি বদলে লোকসভায় নাগরিকত্ব বিল পাসে সরকারকেই সমর্থন জানাল। শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত (Arvind Sawant) NDTV-কে জানিয়েছেন, “আমরা দেশের স্বার্থের কারণেই এই বিলটিকে সমর্থন করেছি। CMP (common minimum programme) কেবল মহারাষ্ট্রে প্রযোজ্য।”
www.ndtv.com/bengali