Bengali | Reported by Sohit Mishra, Edited by Biswadip Dey | Saturday November 30, 2019
Maharashtra Government 2019: উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্রের জোট সরকারকে শনিবার আস্থা ভোটের সম্মুখীন হতে হবে। বিধানসভায় নতুন মুখ্যমন্ত্রীকে তাঁদের সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। গত একসপ্তাহ ধরে অনেক নাটক দেখেছে মহারাষ্ট্র। গত শনিবার দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মাত্র ৮০ ঘণ্টা স্থায়ী হয়েছিল সেই সরকার। মহারাষ্ট্রের শাসনভার এখন ৫৯ বছরের উদ্ধব ঠাকরের দল শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি ও কংগ্রেস। এককথায় এই জোটের নাম ‘মহা বিকাশ আঘাদি’। মহারাষ্ট্র বিধানসভার দু’দিনের অধিবেশনে অস্থায়ী স্পিকার হচ্ছেন এনসিপির দিলীপ ওয়ালসে পাতিল। বিজেপির চন্দ্রকান্ত পাতিলের দাবি, ‘‘যদি গোপন ভোটিং হয় ওরা জিততে পারবে না। খোলা চ্যালেঞ্জ রইল।’’
www.ndtv.com/bengali