Bengali | Edited by Indrani Halder | Monday August 3, 2020
রাম মন্দির আন্দোলনের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িয়ে ছিলেন বিজেপির প্রবীণ নেত্রী উমা ভারতী, সেই তিনিই (Uma Bharti) অযোধ্যায় ওই ঐতিহাসিক রাম মন্দিরের (Ram temple) ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত থাকবেন না। সোমবার টুইট করে তিনি জানান যে, করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে আগাম সতর্কতা হিসাবে তিনি বুধবার অযোধ্যায় (Ayodhya) আয়োজিত মূল অনুষ্ঠানটি এড়িয়ে যাবেন। তবে ভিড়ভাট্টা কমলে এবং প্রধানমন্ত্রী মোদি সহ বিশিষ্টরা চলে যাওয়ার পর তিনি মন্দির এলাকা পরিদর্শন করবেন।
www.ndtv.com/bengali