Bengali | Edited by Indrani Halder | Friday June 12, 2020
মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড -১৯ যেভাবে মহামারী রূপে দেখা দিয়েছে তাতে বহু সংস্থাই তাদের ঝাঁপ বন্ধ করেছে, ফলে সেদেশে ক্রমেই বাড়ছে বেকারের (US unemployment Rate) সংখ্যা। এরই মধ্যে আবার যেসব ভারতীয় মার্কিন মুলুকে থেকে বিভিন্ন আইটি সংস্থায় কাজ করছিলেন তাঁদের কপালে ভাঁজ ফেলছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সাম্প্রতিক ভাবনাচিন্তা। জানা গেছে যে, নিজেদের দেশে বেকার সংখ্যা যেভাবে বাড়ছে সেই পরিস্থিতি বিবেচনা করে এবার এইচ -ওয়ান বি ভিসা (H-1B Visa) সহ বেশ কয়েকটি চাকরিকালীন সময়ের জন্যে মঞ্জুর করা ভিসা বন্ধ করার বিষয়ে বিবেচনা করছেন তিনি।
www.ndtv.com/bengali