Bengali | Press Trust of India | Monday June 17, 2019
লোকসভার সাংসদ হিসাবে শপথ নিতে দুই কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং দেবশ্রী চৌধুরী হাজির হতেই, “জয় শ্রীরাম স্লোগান”(Jai Shri Ram) দিয়ে তাঁদের অভিনন্দন জানালেন বিজেপির অন্যান্য সাংসদরা। জয় শ্রীরাম স্লোগান নিয়ে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। কয়েকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাওয়ার সময় জয় শ্রীরাম স্লোগান(Jai Shri Ram) দেওয়াকে কেন্দ্র করে রাজ্যে ও কেন্দ্রের শাসকদলের মধ্যে বাকযুদ্ধ চরমে উঠেছে। সোমবার শুরু হল সপ্তদশ লোকসভা। রীতি মেনে এদিন সাংসদদের শপথবাক্য পাঠ করানো হয়। যখন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় শপথগ্রহণ করতে ওঠেন, সেই সময় “জয় শ্রীরাম”(Jai Shri Ram) স্লোগান দেন বিজেপির অন্যান্য সাংসদরা।একই স্লোগান ওঠে, নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী (Debashree Choudhury) শপথগ্রহণ করতে উঠলে।
www.ndtv.com/bengali