Bengali | Edited by Biswadip Dey | Monday January 27, 2020
২০২৪ সালের মধ্যে দেশের সমস্ত ট্রেনই বিদ্যুৎচালিত (Electric Train) করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করল ভারত। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল (Piyush Goyal) সোমবার একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব বিষয়ে আমরা অত্যন্ত সচেতন।’’ তিনি আরও জানান, ২০৩০ সালের মধ্যে দেশের সমগ্র রেলপথকে ‘নেট জিরো এমিশন নেটওয়ার্ক’ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারত-ব্রাজিল বাণিজ্য ফোরামে তিনি দাবি করেন, ‘‘আমরা রেলের দ্রুত বৈদ্যুতিকরণের দিকে এগোচ্ছি। আশা করছি ২০২৪ সালের মধ্যে পুরোটাই বিদ্যুৎচালিত হয়ে যাবে।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা পরিকল্পনা করেছি ২০৩০ সালের মধ্যে রেলের সমগ্র্ যাত্রাপথে কোনও নির্গমন যেন না হয়। এটি চলবে বিশুদ্ধ শক্তিতে।’’
www.ndtv.com/bengali