Bengali | Edited by Biren Bhattacharya | Monday August 5, 2019
জম্মু কাশ্মীরের পুনর্গঠন এবং দুটি কেন্দ্রশাসিক অঞ্চলে ভাগ করা সংক্রান্ত বিল পাশ হয়ে গেল রাজ্যসভায়। এদিন ওয়াকআউট করে বহু বিরোধীদল, ফলে কমে যায় সংখ্যাগরিষ্ঠতা। অন্যান্যরা সরকারের পক্ষেই যায়। এনডিএ রাজ্যসভায় সংখ্যালঘু। সরকারের পক্ষে যায় মায়াবতীর বহুজন সমাজ পার্টি, নবীন পট্টনায়েকের বিজু জনতা দল, জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস, চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি, এবং বিষ্ময়করভাবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। সব মিলিয়ে সরকারের পক্ষে সংখ্যা দাঁড়ায় ১৭। ২৪২ সদস্যের রাজ্যসভায় শাসক এডিএ-র পক্ষে ১০৭, সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২১।
www.ndtv.com/bengali