Bengali | Edited by Joydeep Sen | Saturday January 11, 2020
শুক্রবার রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুইতেরেসের মুখপাত্র স্টেফানি ডুজারিক বলেন, "আরমেনিয়া, পর্তুগাল, ইউক্রেনের পর চতুর্থ দেশ ভারত, যে বকেয়া টাকা সময়ে মিটিয়েছে।
সেই ঘোষণার পরেই রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন টুইট করেন, কয়েকজন পেরেছে তাদের বরাদ্দ প্রদেয় টাকা মেটাতে। আমার আসা বাকিরাও পারবে। জানা গেছে, রাষ্ট্রসংঘ ২০২০ সালের বাজেট পর্যালোচনা করে ভারতের খাতে বকেয়া বরাদ্দ করেছিল ২৩,৩৯৬, ৪৯৬ ডলার (২৩.২৫ মিলিয়ন)। আর্থিক নীতি মেনে আগামী পয়লা ফেব্রুয়ারির মধ্যে সেই টাকা মেটাতে হত ভারতকে। কিন্তু নির্ধারিত সময়ের ৩ সপ্তাহ আগেই ২৩.২৪ মিলিয়ন ডলার মিটিয়েছে নয়াদিল্লি।
www.ndtv.com/bengali