Bengali | Edited by Biswadeep Dey | Thursday August 15, 2019
জম্মু ও কাশ্মীরে (J&K) ৩৭০ ধারা (Article 370) বাতিল করে রাজ্যের ‘স্পেশাল স্ট্যাটাস' (Special Status) তুলে নিয়ে তাকে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার বিল পাস হয়ে গিয়েছে। এমতাবস্থায় পাকিস্তানের (Pakistan) পথে এগোল ভারতের আর এক প্রতিবেশী চিন (China)। রাষ্ট্রসঙ্ঘের (UN) নিরাপত্তা পরিষদ অগস্ট মাসের সভাপতি পোল্যান্ডের রাষ্ট্রদূত জোনানা রনেকাকে চিঠি লিখেছে পাকিস্তান। এবার চিনও রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের কাছে আবেদন জানাল কাশ্মীরের ব্যাপারে ‘রুদ্ধদ্বার আলোচনা'র। রাষ্ট্রসঙ্ঘের এক শীর্ষ কূটনীতিক একথা জানিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআইকে ওই কূটনীতিক জানিয়েছেন, এমন একটি বৈঠকের অনুরোধ জমা পড়েছে। তবে এখনও কোনও তারিখ নির্দিষ্ট করা হয়নি। তিনি বলেন, ‘‘চিন ‘ভারত-পাকিস্তান প্রশ্ন' নিয়ে প্রতিরক্ষা কাউন্সিলে গোপন আলোচনার প্রস্তাব দিয়েছে। এই অনুরোধ পাকিস্তানের কাউন্সিলকে লেখা চিঠির পরিপ্রেক্ষিতেই করা হয়েছে।''
www.ndtv.com/bengali