Bengali | Edited by Indrani Halder | Saturday December 21, 2019
উত্তরপ্রদেশে বিক্ষোভ (Citizenship Act Protest) চলাকালীন প্রতিবাদকারীদের হঠাতে কোনওভাবেই "গুলি চালানো হয়নি", সাফ জানালেন সে রাজ্যের শীর্ষ পুলিশকর্তা ওপি সিং। শুক্রবার বিক্ষোভরত জনতার মধ্যে ৯ জনের মৃত্যু হয়, অভিযোগ ওঠে যে, পুলিশের চালানো গুলিতেই মৃত্যু হয়েছে তাঁদের। কিন্তু সেই অভিযোগ খারিজ করে দিয়ে যোগী আদিত্যনাথের রাজ্যের (Uttar Pradesh) পুলিশ কর্তা স্পষ্ট জানালেন কোনওভাবেই বিক্ষোভ মিছিলকে লক্ষ্য (UP Citizenship Act Protest) করে কোনও গুলি চালায়নি পুলিশ।
www.ndtv.com/bengali