Bengali | Edited by Joydeep Sen | Thursday January 23, 2020
সে রাজ্যের মহা-অঘোরি জোট সরকার গঠনের সূত্র প্রসঙ্গে বলতে গিয়ে শরদ পাওয়ার বলেন, "সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা আমদের বলেছিলেন, এনসিপি শিবসেনার সঙ্গে হাত মেলালে কোনও অসুবিধা নেই। শুধু যাতে বিজপি ক্ষমতার বাইরে থাকে।" এদিকে শিবসেনা-বিজেপি জোট গড়ে বিধানসভা ভোটে লড়লেও, মতবিরোধ বাঁধে সরকার গঠনের সময়। মুখ্যমন্ত্রিত্বের পদ ৫০:৫০ শেয়ারিং দাবি করতে থাকে শিবসেনা। অর্থাৎ আড়াই বছর বিজেপির মুখ্যমন্ত্রী, পরের আড়াই বছর শিবসেনার মুখ্যমন্ত্রী।
www.ndtv.com/bengali