Bengali | Edited by Indrani Halder | Friday May 29, 2020
একেই বলে বাঁদরের বাঁদরামি! করোনা ভাইরাস (Coronavirus) নামক জুজুটির ভয়ে যখন দেশের ৮ থেকে ৮০ কম্পমান সেই সময়েই ঝপাং করে লাফিয়ে পড়ে হাসপাতালের ল্যাব থেকে করোনা সন্দেহে পরীক্ষায় পাঠানো রক্তের নমুনা (Monkeys Steal COVID-19 Smples) ছিনিয়ে নিয়ে পগার পার একটি বাঁদর। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মেরঠে অন্যতম বৃহত্তম সরকারি হাসপাতালের এই উদ্ভট ঘটনায় লোকজনের চোখ কপালে ওঠার জোগাড়। জানা গেছে, ওই (Meerut) হাসপাতালের ল্যাবে হঠাৎই উৎপাত শুরু করে একটি বাঁদর। এরপর সেখানকার ল্যাব টেকনিশিয়ানের উপর হামলা করে সেখান থেকে ৩ করোনা ভাইরাস আক্রান্ত রোগীর রক্তের নমুনা রাখা শিশি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সে।
www.ndtv.com/bengali