Bengali | Edited by Indrani Halder | Wednesday December 25, 2019
সংশোধিত নাগরিকত্ব আইনের (Citizenship Amendment Act) বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলিই প্রাণ কেড়ে নিয়েছে পরিবারের আদরের ছেলেটির, পুলিশের গুলি চালানোর ভিডিও ভাইরাল হওয়ার পর কান্নায় ভেঙে পড়লেন সদ্য পুত্রহারা এক বৃদ্ধ। কয়েকদিন আগেই যে ঘরে আলো জ্বলছিল, সেই ঘর এখন ছেলে হারানোর শোকে অন্ধকার। নাগরিকত্ব আইনের প্রতিবাদ-বিক্ষোভ (CAA Protest) চলাকালীন সেটি সহিংস রূপ পেলে পরিস্থিতি সামাল দিতে গুলি চালাতে হয় পুলিশকে, আর বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষ চলাকালীনই পুলিশের গুলিতেই প্রাণ হারিয়েছেন ঘরের ছেলে, এমনটাই অভিযোগ করছেন মৃত যুবকের বাবা সহ গোটা পরিবার। শুধু তাই নয়, গুলি লাগার পর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ছেলেকে চোখের দেখাটুকুও দেখতে পারেননি তিনি, কেননা চিকিৎসকরা সেই সময়ে দেখা করতে দেয়নি মুমূর্ষু ছেলের সঙ্গে, অভিযোগ উত্তরপ্রদেশের বাসিন্দা ওই ব্যক্তির ।
www.ndtv.com/bengali