Bengali | Edited by Indrani Halder | Thursday February 20, 2020
উপহার অগ্নিকাণ্ডের (Uphaar fire) মামলা "রি-ওপেন" করা হবে না, জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ওই মামলায় ক্ষতিগ্রস্থদের পরিবারের কিউরেটিভ পিটিশন খারিজ করে দিল শীর্ষ আদালত। ১৯৯৭ সালে উপহার সিনেমা হলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৯ জন প্রাণ হারান। দক্ষিণ দিল্লির অভিজাত ওই সিনেমা হলে আগুন লাগার ওই মর্মান্তিক ঘটনায় সাজা (Uphaar fire case) ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত। ঘটনায় অভিযুক্ত আনসাল ভাইদের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। সেই সাজার মেয়াদ আরও বাড়ানোর জন্যেই আবেদন করে ক্ষতিগ্রস্তদের পরিবার। কিন্তু সেই আবেদন সরাসরি খারজি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই আবেদনের কোনও সারবত্তা নেই বলে জানিয়েছে প্রধান বিচারপতি এস এ ববদে এবং বিচারপতি এনভি রমনা ও অরুণ মিশ্রের সুপ্রিম কোর্টের বেঞ্চ।
www.ndtv.com/bengali